ক্যামেরার পেছনে কাজ করার স্বপ্ন দেখছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী থেকে শুরু করে এখন তিনি নিয়মিত বড় পর্দায় কাজ করছেন। ক্যারিয়ারের শুরুতে প্রশংসার জোয়ারে ভেসে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তাকে নানান সমালোচনার মুখেও পড়তে হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ক্যামেরার পেছনে কাজ করার। সাংবাদিকতা কিংবা পরিচালনার প্রতি আগ্রহ আমার ছোটবেলা থেকেই। তাই ভবিষ্যতে একদিন হলেও আমি চাই এসব অভিজ্ঞতা নিতে, দেখতে চাই ক্যামেরার পেছন থেকে কাজ করার জগৎটা আসলে কেমন। একেবারে পরিচালকের চেয়ারে বসে কাজ করার স্বপ্ন দেখি।’
এদিকে, অভিনয়েও দীঘি ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ অভিনীত একটি নতুন সিনেমায়। ছবির নাম ‘বিদায়’, যেখানে বাপ্পারাজের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে দীঘিকে। সিনেমাটি পরিচালনা করছেন ‘বরবাদ’ খ্যাত তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।
দীঘির ভাষ্যমতে, এই সিনেমাটি তার ক্যারিয়ারে একটি নতুন মোড় তৈরি করতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন