বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৬:১৯ পিএম

বেতাগীতে বিতরণ ‘স্বপ্নের বীজ’, কৃষকদের মুখে হাসি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৬:১৯ পিএম

বেতাগীতে সার-বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

বেতাগীতে সার-বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দিতে বরগুনার বেতাগী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৩৯৫ জন কৃষককে এই সহায়তা দেওয়া হবে।

এই কর্মসূচির অধীনে ২৫০ জন কৃষককে উচ্চ ফলনশীল (উফশী) হাইব্রিড জাতের এক প্যাকেট সবজি বীজ এবং ২০ কেজি (১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি) রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অন্যদিকে, বাকি ১৪৫ জন কৃষককে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির বিভিন্ন জাতের মোট সাত প্যাকেট বীজ দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) উপজেলা কৃষি অফিস চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হরে কৃষ্ণ অধিকারী এতে সভাপতিত্ব করেন এবং আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী তার বক্তব্যে সরকারের কৃষিবান্ধব নীতির ওপর জোর দেন। তিনি বলেন, “কৃষি ও কৃষকই আমাদের অর্থনীতির মূল ভিত্তি। এই প্রণোদনা কৃষকদের জন্য কেবল আর্থিক সহায়তা নয়, এটি তাদের আগামী দিনের ভালো ফসলের স্বপ্ন দেখার সাহস যোগাবে। আমরা বিশ্বাস করি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সময়মতো সরকারি সহায়তা নিশ্চিতকরণের মাধ্যমেই আমরা আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারি। বেতাগীর কৃষকরা যে ‘স্বপ্নের বীজ’ আজ হাতে নিলেন, তা শুধু একটি শস্যের সূচনা নয়, বরং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সরকারের বৃহত্তর লক্ষ্যের অংশ।”

বেতাগী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। তিনি বলেন, ‘এই কর্মসূচির আওতায় বিতরণকৃত বীজগুলো উচ্চ ফলনশীল জাতের, যা এখানকার মাটির জন্য বিশেষভাবে উপযোগী। কৃষকদের নিশ্চিত ফলন পেতে আমরা বীজ ও সারের পাশাপাশি প্রতিটি ধাপে কারিগরি সহায়তাও প্রদান করব। আমাদের লক্ষ্য, এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা যেন সর্বোচ্চ ফলন ঘরে তুলতে পারেন।’

জানা গেছে, এই কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণ করা হচ্ছে। ২৫০ জন কৃষক সারসহ এক প্যাকেট হাইব্রিড জাতের বীজ (যেমন: ৪০ জন কৃষক লাউয়ের হাইব্রিড বীজ এবং ৭০ জন কৃষক বেগুনের হাইব্রিড বীজ পেয়েছেন) পেয়েছেন। অন্যদিকে, ১৪৫ জন কৃষক বসতবাড়িতে চাষযোগ্য লাল শাক, বাটি শাক, মটরশুঁটি এবং লাউ ও বেগুনের মতো সাতটি ভিন্ন জাতের সবজি বীজ পেয়েছেন, যা স্থানীয় আবহাওয়ায় উপযুক্ত। প্রতিটি হাইব্রিড বীজ প্যাকেটের সঙ্গে কৃষকদের ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে বিপুল সংখ্যক উপকারভোগী কৃষক ও কৃষানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সময়মতো সরকারের এই প্রণোদনা পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এই প্রসঙ্গে ষাটোর্ধ্ব কৃষক রমিজ উদ্দিন বলেন, ‘আমাদের মতো ছোট কৃষকদের জন্য সরকারি এই সহায়তা যেন একঝলক আশার আলো। ভালো মানের বীজ ও সার পাওয়ায় আমরা এখন স্বপ্ন দেখতে পাচ্ছি যে, আগামী রবি মৌসুমে বাম্পার ফলন হবে।’

আরেক কৃষানি মনোয়ারা বেগম জানান, ‘এই প্রণোদনা আমাদের চাষবাসের খরচ কমাতে সাহায্য করবে। আমরা ইউএনও স্যার ও কৃষি কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাজাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইবাল মিয়া, বেতাগী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আল বাশারসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয়রা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী আশা প্রকাশ করেন, এই কর্মসূচি বেতাগীতে কৃষিক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং আগামী রবি মৌসুমে বাম্পার ফলন নিশ্চিত হবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!