বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দি মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (২৭ জুলাই) ভোররাত ৪টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কারাগারে হঠাৎ বুকব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. এনায়েত উল্ল্যাহ জানান, রাত সাড়ে ৩টার দিকে নান্নু বুকব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারাগারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান জানান, রোগীকে ভোর ৪টার কিছু আগে আমাদের কাছে আনা হয়। আগেই তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। হাসপাতালে আনার ৫-৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।
জেল সুপার আরও জানান, চলতি বছরের ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। বন্দিত্বের সময় তার হৃদরোগের কোনো উপসর্গ ছিল না, এমনকি পূর্বেও এমন সমস্যা ধরা পড়েনি।
নান্নুর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামে। তিনি প্রয়াত রাজ্জাক মোল্লার পুত্র। রাজনৈতিকভাবে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী ছিলেন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের আত্মীয় বলে জানা গেছে। তার তিন কন্যা রয়েছেন- দুজন ঢাকায় ও একজন যুক্তরাজ্যে বসবাস করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সারোয়ার হোসেন নান্নুকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি ওই মামলায় কারাবন্দি ছিলেন।
মৃত্যুর ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ও আনুষঙ্গিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :