কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামের মো. শাহাবুদ্দিন (৭০) ও পূর্ব তারাকান্দি গ্রামের মো. মজনু মিয়া (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া। এ সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে তাদের ওপর। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক। পরে স্থানীয় অপর এক কৃষক জমিতে গেলে এ দুইজনের মরদেহ দেখতে পেয়ে লোকজন ও পুলিশকে খবর দেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এক হৃদয়বিদারক ঘটনা। দুইটি পরিবারের দুইজন উপার্জনক্ষম পরিবার নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন