বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:৫৭ এএম

নিজের বিয়ে ঠেকিয়ে সাহস দেখাল স্কুলছাত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:৫৭ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিবাহর উদ্যোগ বন্ধ করতে নিজেই আবেদন করে প্রশংসায় ভাসছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রী। সাহসী এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

জানা গেছে, ওই শিক্ষার্থী পারিবারিকভাবে বিয়ের আয়োজনের বিষয়টি জানতে পেরে নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করে বিয়ে বন্ধের অনুরোধ জানায়। এরপর প্রধান শিক্ষক পঙ্কজ শর্মা বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ইউএনও এবং থানার ওসিকে অবহিত করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধান শিক্ষক বলেন, ‘ছাত্রীটির আবেদন পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে জানাই। তার সাহসিকতা সত্যিই প্রশংসনীয়।’

অন্যদিকে, ওই ছাত্রীর মা- যিনি একজন প্রবাসীর স্ত্রী- তিনি বলেন, ‘বিয়ের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পারিবারিকভাবে আলোচনা চলছিল মাত্র। এখন আর মেয়ের বিয়ে দেব না।’

এ সময় তিনি নিজের ভুল বুঝতে পেরে আরও বলেন, ‘একই সঙ্গে এখন থেকে মেয়ের পড়াশোনা অব্যাহত রাখবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে বন্ধে ছাত্রীটির এমন সাহসী ভূমিকা অনুকরণীয়। আমরা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। পরিবারকেও বোঝানো হয়েছে।’

Shera Lather
Link copied!