যশোরে হাসপাতালে চিকিৎসাধীন ছেলেকে দেখতে এসে আবদার হোসেন (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘট।
আবদার হোসেন চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
মৃতের বিয়াই নজরুল ইসলাম জানান, আবদার হোসেনের ছেলে সাত্তার হোসেন (৩২) অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন। দুপুরে অসুস্থ ছেলেকে দেখার জন্য আবদার হাসপাতালে আসেন। ছেলের সঙ্গে কথোপকথন শেষে তিনি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সামনের একটি চেয়ারে বসেছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আবদার হোসেনের মৃত্যু হতে পারে।’
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
                             
                                    
-20250802151714.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন