সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:৫৯ পিএম

পুলিশ কারও ব্যক্তিগত কাজ করতে দায়বদ্ধ নয়: এএসপি অভিজিৎ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:৫৯ পিএম

চকরিয়া থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য দেন এএসপি অভিজিৎ দাশ। ছবি- রূপালী বাংলাদেশ

চকরিয়া থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য দেন এএসপি অভিজিৎ দাশ। ছবি- রূপালী বাংলাদেশ

পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেছেন, পুলিশ কাউকে ব্যক্তিগত সুবিধা দিতে দায়বদ্ধ নয়। পুলিশ শুধু আইনগত বিষয়েই দায়িত্ব পালন করবে। অনেক সময় পুলিশকে মিসগাইড করার চেষ্টা করা হয়, যা ঠিক নয়।

রোববার (৩ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়া থানায় আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এএসপি অভিজিৎ আরও বলেন, ‘আপনারা যেকোনো অপরাধ-সংক্রান্ত তথ্য পুলিশকে দিন, পুলিশ কাজ করবে এবং তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। যদি পুলিশ আইনগতভাবে সহযোগিতা না করে তাহলে ১০০ বার সমালোচনা করুন, আমাদের কোনো আপত্তি নেই।’

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) ইয়াছিন মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দীন হেলালী, ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান ও সামসুল আলম সাঈদী।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, চিংড়ি ঘেরে ডাকাতি, চুরি, হত্যা, ইভটিজিং, কিশোর গ্যাং এবং অপরাধীদের গ্রেপ্তারসহ নানা বিষয় উঠে আসে।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘দিনরাত পরিশ্রম করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখছি, মাদক উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে সক্রিয়ভাবে কাজ করছি। যদি সকলের সহযোগিতা পাওয়া যায়, তাহলে দ্রুত চকরিয়াকে একটি অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’

Shera Lather
Link copied!