রংপুরের কাউনিয়ায় রাসায়নিক সারের একটি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে মাইকের কাঁচা বাঁশ বিদ্যুতের তারে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহবাজ গ্রামের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারান মিঠাপুকুর উপজেলার শফিকুল ইসলাম হুজুর (৩৮) এবং পীরগাছা উপজেলার শাহাবুদ্দিন মিয়া (৪৫)।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, নজর আলী নামে এক স্থানীয় পীরভক্ত ব্যবসায়ী তার নতুন রাসায়নিক সারের দোকান ঘরের উদ্বোধন উপলক্ষে এলাকাবাসী ও বিভিন্ন এলাকার পীরভক্তদের দাওয়াত দেন। অনুষ্ঠানের শুরুতে দোয়া-মাহফিল চলাকালে হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলে মাইক টাঙানো কাঁচা বাঁশটি ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে পড়ে যায়। মুহূর্তেই মাইকের তারে বিদ্যুৎ সংযোগ হয়ে বিকট শব্দে মাইকের ব্যাটারি বিস্ফোরিত হয়। এতে দোয়া পড়া অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ যায় তার।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আরও আটজন। তাদের মধ্যে কাউনিয়ার সাহবাজ গ্রামের হাসু মিয়া ও দোকান মালিক নজর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :