সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৩:১২ পিএম

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৩:১২ পিএম

সেনাপ্রধান হারুন-অর-রশীদ। ছবি- সংগৃহীত

সেনাপ্রধান হারুন-অর-রশীদ। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, ‘গতকাল রোববার রাতে জেনারেল হারুন-অর-রশীদ একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাতে চট্টগ্রাম ক্লাবের ৩০৮ নম্বর রুমে অবস্থান করেন। পরে আজ সোমবার সকালে তার একটি মিটিং থাকলেও নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হননি। বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ক্লাব কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা রুমের দরজায় কড়া নক করেন, কিন্তু কোনো সাড়া মেলেনি।’

পরবর্তীতে বারান্দার গ্লাসের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, বিছানায় নিথর দেহে পড়ে আছেন তিনি। তাৎক্ষণিকভাবে পুলিশ, সিআইডি, ক্রাইম সিন ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ডিসি আলমগীর আরও বলেন, ‘প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের সম্মতির পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

জানা গেছে, সাবেক এই সেনাপ্রধানের সঙ্গে কেউ ছিলেন না এবং তিনি একাই রাত্রিযাপন করেন। তার মৃত্যুর খবরে সেনাবাহিনী, সাবেক সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশীদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিশিষ্ট কর্মকর্তা ছিলেন। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৫ জুন পর্যন্ত সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই বীর ১৯৭১ সালে মিত্রবাহিনীর সঙ্গে একযোগে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীরপ্রতীক উপাধিতে ভূষিত হন।

উল্লেখ, এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। 

Shera Lather
Link copied!