৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিনে মানিকগঞ্জের পাটুরিয়ায় পুলিশের গুলিতে শহীদ রফিকের হত্যাকারী পুলিশ সদস্যদের এখনো গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা রহিজ উদ্দিন। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ‘জুলাই শহিদ পরিবারের সম্মেলন’ অনুষ্ঠানে এমন প্রশ্ন তুলে ধরেন রহিজ উদ্দিন।
অনুষ্ঠানে শহীদ রফিকের বাবা ছাড়াও শহীদ সায়েদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহিউদ্দিনের মা তাসলিমা খাতুন, শহীদ আফিকুল ইসলাম সাদের ছোট ভাই সাদিকুল ইসলাম, শহীদ সাফিক উদ্দিনের পিতা নাসির উদ্দীন বক্তব্য রাখেন। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।

এর আগে, সকাল ৯টায় শহীদ রফিকের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন শুরু হয়। শহীদ রফিকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, শহীদ রফিকের বাবা মো. রহিজ উদ্দিন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার আলম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এরপর মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামের নেতৃত্বে মানিকগঞ্জের সাংবাদিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা, টিআরইউ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :