শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের দীর্ঘ অনুপস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দূর করতে সরকার বিকল্প ব্যবস্থা নিয়েছে।
বুধবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট চার ইউনিয়নে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্নী ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন চৌধুরী, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. খোরশেদ আলম খোকা, যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ এবং বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সবুর দীর্ঘদিন যাবৎ পরিষদের কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন। প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে দায়িত্ব পালনেও জটিলতা ও দ্বন্দ্ব তৈরি হওয়ায় ইউনিয়নগুলোর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এই পরিস্থিতিতে নন্নী ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে ডা. সাকিব হোসেন সাগরকে। তিনি নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত। রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ সোলায়মান, যিনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ)-এর উপজেলা ব্যবস্থাপক। যোগানিয়া ইউনিয়নের দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ। আর বাঘবেড় ইউনিয়নের দায়িত্বে আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবীর।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে উদ্ভূত নতুন রাজনৈতিক বাস্তবতায় নালিতাবাড়ীর চার ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এ ছাড়া চলমান আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনের নাম থাকায় তারা প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছেন না। এতে করে সাধারণ জনগণ ন্যূনতম পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।
আপনার মতামত লিখুন :