রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আকস্মিকভাবে এই কম্পন অনুভূত হলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
ভূমিকম্প শুরু হওয়ার পরই রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ দ্রুত বাসা-ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। অনেকে নিচতলায় ছুটে গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। অফিস-আদালত, মার্কেট ও আবাসিক ভবনগুলোতেও আতঙ্ক তৈরি হয়। এসময় গাজীপুর মহানগরীর টঙ্গীতে প্রায় শতাধিক শ্রমিক আহত হয়।
জানা যায়, ভূমিকম্পের সময় সুমি এ্যাপারেলস, পেন্টাগন নীট কম্পোজিট লিমিটেডসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে সড়কে গিয়ে হুড়োহুড়িতে আহত হয়। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন