ভূমিকম্পে ঢাকার কেরানীগঞ্জে একটি সাততলা ভবন হেলে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৮ মিনিটে ভূমিকম্পে জিনজিরা বাসরোড এলাকার সাত্তার কসাই নামক ব্যক্তির ভবনটি পাশের ভুট্টু মিয়ার সাততলা ভবনের গায়ে হেলে পড়েছে।
এলাকাবাসীর দাবি, পাইলিং ছাড়া অনুমোদনহীন ভবন তৈরির ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু গণমাধ্যমকে জানান, ভূমিকম্পে সাততলা ভবন হেলে পড়ার বিষয়ে তথ্য পেয়েছি। এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের তদন্ত দল পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন