বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সারিয়াকান্দি-বগুড়া আঞ্চলিক সড়কে ফুলবাড়ী ইউনিয়নের রামনগর ফায়ার স্টেশনের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোছা. শিউলি (২৮)। তিনি গাবতলী উপজেলার উনচড়কি গ্রামের বাসিন্দা এবং সুজন মিয়ার স্ত্রী।
জানা যায়, সুজন মিয়া তার স্ত্রী শিউলি ও শ্যালিকা সাথী খাতুনকে নিয়ে যমুনা নদীতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে তিনজন গুরুতর আহত হন।
আহতরা হলেন- মোঃ সুজন মিয়া (৩০), তার স্ত্রী মোছা. শিউলি (২৮) এবং সাথী খাতুন (২২)। তাদের উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শিউলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার সুজন জানান, ‘রাত সাড়ে ৭টার দিকে আমরা খবর পাই যে, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’
আপনার মতামত লিখুন :