পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ‘ভূমিকা’ রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রশংসাবাক্যে ট্রাম্পকে ‘শান্তির দূত’ বলে অভিহিত করেছেন তিনি। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্টের ওভাল অফিসে শেহবাজ শরীফ ও পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের একান্ত বৈঠক হয়। ইসলামাবাদ বৈঠকটিকে ‘উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ ট্রাম্পকে ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করেছেন, যিনি বিশ্বব্যাপী সংঘাত নিরসনে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন।
এ ছাড়াও গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘প্রচেষ্টা’র প্রশংসা করেন শেহবাজ। চলতি সপ্তাহের শুরুতে নিউ ইয়র্কে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক আয়োজনের উদ্যোগকেও তিনি স্বাগত জানান, যেখানে গাজা ও পশ্চিম তীরে শান্তি পুনরুদ্ধার নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া চলতি বছরের শুরুতে করা শুল্ক চুক্তির জন্যও ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।
বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প শেহবাজ শরীফ ও আসিম মুনিরকে ‘মহান নেতা’ হিসেবে উল্লেখ করেন। সেনাপ্রধানকে তিনি ‘চমৎকার ব্যক্তি’ বলেও আখ্যায়িত করেন।
বৈঠকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনিশিল্প ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান শরীফ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন