ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সোহাগ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেনের ছেলে।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে, তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান গণমাধ্যমকে জানান, ‘দীর্ঘদিন ধরে সোহাগের সঙ্গে তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। দুই বছর আগে একই বিরোধের জেরে এলাকায় আরেকটি হত্যাকাণ্ড ঘটে।
মঙ্গলবার দুপুরে সোহাগের পক্ষের লোকজন সুপারি পাড়তে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ওসি আরও জানান, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন