বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০১:০০ পিএম

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে হত্যা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০১:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে অটোরিকশাচালক মিজানুর রহমান অভিকে (৩৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ আগস্ট) ভোর রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় লঞ্চঘাট রাস্তায় মিন্টুর দোকানের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত অভি এখলাছপুর গ্রামের কাজী বাড়ির মৃত ফজলুল হক কাজীর ছেলে।

স্থানীয়রা জানান, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কয়েকদিন পরপর এলাকায় আসতেন। ঘটনার ৪–৫ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় এসেছিলেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর(৩৫) আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন।

স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ভোরে ব্যবসার কাজে এখলাছপুর লঞ্চঘাটে যাওয়ার সময় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অভিকে। তিনি স্থানীয়দের খবর দেন। অভিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভির বন্ধু নুর আলম ব্যাপারী বলেন, ‘ঘটনার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে নাহিদ কল দিয়ে জানিয়েছিল, “অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব।” এ সময় ফোনের অপর প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায়।’

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামি গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির বলেন, ‘নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখম এবং ডান চোখের ওপর ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

Shera Lather
Link copied!