শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০২:৪২ পিএম

ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশাচালক

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০২:৪২ পিএম

গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল আহত মো. সাঈদ। ছবি- সংগৃহীত

গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল আহত মো. সাঈদ। ছবি- সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রাফিক পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে এক অটোরিকশাচালকের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার স্টেশন রোডে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. সাঈদ (৬০) গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনে কনস্টেবল পদে কর্মরত। হামলাকারী চালকের নাম মো. মুস্তাকিন (৩৫), যিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালনের সময় কনস্টেবল সাঈদ অটোরিকশাচালকদের মূল সড়কে প্রবেশে নিষেধ করেন। কিন্তু মো. মুস্তাকিন পুলিশের নির্দেশ অমান্য করে জোরপূর্বক মূল সড়কে উঠতে যান। তখন কনস্টেবল সাঈদ তার হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটিয়ে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশাচালক গাড়ি থেকে নেমে কনস্টেবল সাঈদের মাথায় আঘাত করেন। আচমকা হামলায় কনস্টেবলের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চালক মুস্তাকিনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওহিদুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!