সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) গভীর রাত থেকে রোববার (১৭ আগস্ট) ভোররাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স টিম, যেখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ১টা নাগাদ ভোলাগঞ্জ আদর্শ গ্রামে অভিযান চালানো হয় পাথর ব্যবসায়ী কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), পিতা-মৃত আলোর আলীর বাড়িতে। এ সময় তার বাড়ি থেকে নিম্নলিখিত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তার বসতবাড়ি থেকে ১টি দা, ২টি ছুরি, ১টি বল্লম, ১৮০ মিলিলিটার ভারতীয় মদ (Officer's Choice) এর একটি বোতল এবং ১টি ইয়ারগান জব্দ করে। অভিযান শেষে কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এরপর রাত ২টা ১৫ মিনিটে অভিযান চালানো হয় ভোলাগঞ্জ উত্তরপাড়া এলাকায় মো. আব্দুল ওয়াহিদ (৫৫), পিতা-মৃত গোলাম মোস্তফার বাড়িতে। এ সময় সেখানে থেকে আরও অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ১টি বল্লম, ১টি রামদা, ১টি ছুরি ও ১টি দা জব্দ করা হয়।
এই অভিযানে আব্দুল ওয়াহিদ ছাড়াও তার দুই ছেলে-জাহিদ আহমদ (২২) এবং রুহেল আহমদ (২৬) কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরও একজন সহযোগীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে যৌথবাহিনী।
অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক এবং আটককৃত পাঁচজনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের থানার হাজতে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানীগঞ্জে অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন