কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকদের আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উখিয়ার কোটবাজার চৌরাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এসব শিক্ষক। হাতে প্ল্যাকার্ড, স্লোগান আর মানববন্ধনে তারা আন্দোলনে সরব হন।
শিক্ষকদের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষাকেন্দ্র থেকে স্থানীয় প্রায় চার হাজার শিক্ষককে ছাঁটাই করেছে। এতে দীর্ঘদিন ধরে কর্মরত এসব শিক্ষক হঠাৎ করেই বেকার হয়ে পড়েছেন, যার ফলে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
সড়ক অবরোধের ফলে মহাসড়কজুড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হঠাৎ করে সড়ক অবরোধে আমরা চরম দুর্ভোগে পড়েছি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি, সামনে কোনো নিশ্চয়তা নেই।’
অবস্থানে থাকা এক শিক্ষক বলেন, ‘আমরা বহু বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষকতা করছি। হঠাৎ করে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এতে প্রায় চার হাজার শিক্ষক বেকার হয়ে পড়েছেন। পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবো।’
এক নারী শিক্ষিকা জানান, ‘আমাদের পরিবারের একমাত্র ভরসা ছিল এই চাকরি। এখন আমরা দিশাহারা। প্রশাসন দ্রুত কোনো সমাধানে না পৌঁছালে আন্দোলন আরও কঠোর হবে।’
শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চাকরিতে পুনর্বহালের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে, সড়ক অবরোধের কারণে যাত্রী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের আশঙ্কা, সমস্যার দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন