বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পূর্বাচল (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৩:৪০ পিএম

রূপগঞ্জে কৃতী মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা

পূর্বাচল (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৩:৪০ পিএম

রূপগঞ্জে কৃতী মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা।    ছবি- রূপালী বাংলাদেশ

রূপগঞ্জে কৃতী মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জুড়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার দেবই কাজীরবাগ ফাজিল মাদ্রাসার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবই কাজীরবাগ ফাজিল মাদ্রাসার সভাপতি ও কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ শাহরিয়ার, পরিচালনা পর্ষদের সদস্য শফির সরকারসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের এই শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা কৃতী শিক্ষার্থীদের আরও উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটি ভুল ধারণা ছিল যে পড়াশোনায় মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে আছে। কিন্তু সেটি পুরোপুরি ভুল প্রমাণ করেছে রূপগঞ্জের এই কৃতী শিক্ষার্থীরা। এবারের এসএসসি পরীক্ষায় মাদ্রাসা থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে প্রমাণ করেছে, তারা কোনোভাবেই পিছিয়ে নেই। নিয়মতান্ত্রিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞানেও সমৃদ্ধ হচ্ছে তারা। আগামী দিনে এ শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা শুধু একাডেমিক পড়াশোনায় নয়, নৈতিকতা, শিষ্টাচার ও ধর্মীয় চেতনায় সমৃদ্ধ। ফলে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক অবদান রাখবে।

পরে দেবই কাজীরবাগ ফাজিল মাদ্রাসা আলীম থেকে ফাজিল (ডিগ্রি) পর্যায়ে উন্নীত হওয়ায় শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করা সম্ভব হবে। তারা জানান, বড় স্বপ্ন নিয়ে তারা উচ্চশিক্ষা অর্জন করে দেশকে এগিয়ে নিতে চায়।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের অভিভাবকরাও এ সম্মাননা পেয়ে আনন্দিত হন এবং ভবিষ্যতে সন্তানদের আরও ভালো ফলাফলের জন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!