সিলেটের কানাইঘাটে বিষক্রিয়ায় হাঁস মারা যাওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত ইমরান ও তার বাবাকে আটক করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুর রহমান। তিনি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সাইদুর রহমান ও তার ভাইদের ২০–২৫টি হাঁস ছিল। সম্প্রতি চাচাতো ভাই ইমরান তাদের ধানখেত রক্ষায় বিষ প্রয়োগ করেন। কয়েক দিন আগে হাঁসগুলো খেতে ঢুকে পড়ে এবং অন্তত ১০–১৫টি হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সঙ্গে ইমরানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে তিন ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুর রহমান, ফরিদুর রহমান ও আব্দুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা যান সাইদুর রহমান। অপর দুই ভাই বর্তমানে চিকিৎসাধীন। মারামারির সময় ইমরানের মা-ও গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকালে কানাইঘাট থানার এসআই খোকন চন্দ্র সরকার বলেন, ‘এ ঘটনায় ইমরান ও তার পিতাকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন