ছাত্রী নিপীড়নের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের ওপর নির্যাতন, হুমকি ও ভয়ভীতি ক্রমেই বেড়ে চলেছে। সরকারের প্রশ্রয়ে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা এসব ঘটনার সঙ্গে জড়িত হলেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। তারা অবিলম্বে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের আহ্বায়ক মো. টিপু সুলতানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আলী, শফিকুল ইসলাম, ইসরাত জাহান মিম, মিষ্টি খাতুন প্রমুখ।
বক্তারা আরও বলেন, ‘নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি। সকল অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ নিরাপদ নয়। নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হলেও বিচার পাচ্ছে না। এই পরিস্থিতি অবসান না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন