বিগতদিনে টাঙ্গাইল সন্ত্রাসের রাম রাজত্ব ছিলো, আগামীদিনে আপনাদের ভোটে নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, টাঙ্গাইলে কোনো চাঁদাবাজ থাকবে না, সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবো ইনশাআল্লাহ বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর এলাকার বৃহত্তর সাবালিয়া-কোদালিয়া-দেওলা এলাকাবাসী আয়োজিত সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবু বারেক আব্দুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বৃহত্তর সাবালিয়া-কোদালিয়া-দেওলা এলাকার সহস্রাধিক এলাকাবাসী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর (০৫) আসনের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু'র পক্ষে তাদের মতামত প্রকাশ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন