ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের এক দিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত শিশু আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও জোসনা আক্তারের সন্তান। তবে সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হয়। পরে স্বজনরা মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে পরদিন সকালে বাড়ির পাশের খালে ভেসে উঠতে দেখা যায় তার লাশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, গতকাল বিকেলে হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করা হলেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি। আজ সকালে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন