সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:৫৭ পিএম

নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:৫৭ পিএম

জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভা।       ছবি- সংগৃহীত

জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভা। ছবি- সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও লবণাক্ততার কারণে জনজীবন যেমন বিপর্যস্ত হচ্ছে, তেমনি স্বাস্থ্য ও নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে পড়ছে নারী ও কিশোরীরা।

এই বাস্তবতায় নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিল্ড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ ইসরাত আজমেরী। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আফরোজা আক্তার।

এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মুহসিন হোসাইন, প্রধান শিক্ষক, চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়, এস এম ইয়াছমিনুর রহমান লিংকন, প্রধান শিক্ষক, গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মাও. আজমল হোসেন, সহকারী শিক্ষক, পাখিমারা আমিনিয়া মহিলা মাদ্রাসা। সভাটি পরিচালনা করেন আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

মুহসিন হোসাইন বলেন, নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধি ছাড়া স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়।

আফরোজা আক্তার কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি শাহ্ ইসরাত আজমেরী বলেন, নারী ও কিশোরীদের জলবায়ু সহনশীল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হলে তৈরি হবে নতুন সমাজ। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে তাদের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। এখানে স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি নারী ও কিশোরীদের সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!