মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ে অটো চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:১৮ পিএম

আটক চোর চক্রের সদস্যরা। ছবি- রূপালী বাংলাদেশ

আটক চোর চক্রের সদস্যরা। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আন্তঃজেলা অজ্ঞান পার্টি ও অটো চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান।

গ্রেপ্তাকৃতরা হলেন: পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রামপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধুমপুকুর গ্রামের মৃত রবীন্দ্রনাথের ছেলে শ্রী শংকর (৪৩), সদর উপজেলার রুহিয়া থানার মধুপুর গ্রামের মো. খাজিম উদ্দিনের ছেলে মো. সাদ্দাম (৩০), দিনাজপুরের চিরিরবন্দর থানার নশরতপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. রবিউল ইসলাম (৩২) ও একই থানার খামার সাতনালা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মো. রাজু ওরফে সোনা মিয়া (৩৮)।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার আউলিয়ার গ্রামের অটো চালক মো. সমিন ইসলাম ফাঁড়াবাড়ি বাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। চক্রটি তাকে অজ্ঞান করে তার চালিত ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগীর পিতা ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রথমে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়ালপাড়া এলাকা থেকে শংকরকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে মূল হোতা রফিকুল ইসলামকে মুন্সিপাড়া এলাকা থেকে আটক করা হয় এবং তার কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর রুহিয়া থানায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী ধাপে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে পুলিশ রবিউল ইসলামকে রানীরবন্দর এলাকা থেকে আটক করে। তিনি জিজ্ঞাসাবাদে জানান, ছিনতাইকৃত ইজিবাইকটি তিনি সোনা মিয়া ওরফে রাজুর কাছে বিক্রি করেছেন।

পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাজুর অবস্থান শনাক্ত করে তাকে নীলফামারীর ঢেলাপীর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং ইজিবাইকটি উদ্ধার করে।

ওসি মো. সরোয়ার আলম খান বলেন, ‘দীর্ঘদিন ধরেই আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও অটো চোর চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিলাম। মামলার পরপরই ধারাবাহিক অভিযান ও প্রযুক্তির সহায়তায় চক্রের মূল হোতাসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার করা হয়েছে ইজিবাইক ও মোবাইল ফোন। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় কঠোর অবস্থানে আছি।’

Link copied!