বগুড়ার শেরপুরে নিখোঁজের ৮ দিন পর অটোরিকশা চালক আবু বক্করের (৩৭) মরদেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেল্লাপশি বাগড়া রোডের পাশের বস্টুমী পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আবু বক্কর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর আড়াইটার দিকে আবু বক্কর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর ২ সেপ্টেম্বর তার স্ত্রী মোছা. ফুলমালা খাতুন শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওইদিন রাতেই উপজেলার ঘোগা বটতলা এলাকা থেকে তার অটোরিকশার শুধু বডি উদ্ধার হয়।
এরপর দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে আজ (৯ সেপ্টেম্বর) দুপুরে কেল্লাপশি বাগড়া রোডের পাশের বস্টুমী পুকুরে কয়েকজন শিশু তাল কুড়াতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পায়। খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, মরদেহটি গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। পরে নিহতের মামাতো ভাই আবু সাঈদ মরদেহ শনাক্ত করেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মরদেটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন