বগুড়ার দুপচাঁচিয়ায় রাহিম হত্যা মামলার আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমল হোসেন প্রামাণিককে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সিও অফিস সংলগ্ন ঊষা প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. আজমল হোসেন প্রামাণিক চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কোলগ্রাম গ্রামের মো. ফরাজ আলী প্রামাণিকের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আজমল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন