শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার মাসিক ভোজে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতা উপস্থিত থাকায় শুরু হয়েছে বিতর্ক। অনুষ্ঠানটি পুলিশের আয়োজন ছিল। এমন ঘটনায় পর পরই ওসির নিরপেক্ষতা ও মান নিয়ে জেলাজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আর সমালোচনা ছড়িয়ে পড়তেই রাতেই সেই যুবলীগ নেতাকে গ্রেফতার দেখালেন পুলিশ। এ ঘটনার পর ওই ওসিকে ক্লোজড করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেস্বর) দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার পুলিশ সদস্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার, যুবলীগ সভাপতি মোক্তার বেপারীসহ অন্যান্যরা। অনুষ্ঠান থেকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনার পর স্থানীয়রা ওসির নিরপেক্ষতা নিয়ে সমালোচনা শুরু করলে রাতেই যুবলীগ নেতা মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখানো হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে মোক্তার বেপারী নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, মোক্তার বেপারীকে নাওডোবা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসির ক্লোজড হওয়ার বিষয়েও জেলা পুলিশ জানিয়েছে।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, ঘটনার পর ওসিকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিষয়ে পরে জানানো হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন