যশোরের বাঘারপাড়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের নেতা ও পুলিশের এসআইসহ ৩ জন নিহত হয়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক ও সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে এইচএম জাফর আলী খান (৪৫), বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে আখতার হোসেন (৪০) ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্তের ছেলে এসআই নিক্কন অঢ্য (৩৫)।
জানা গেছে, নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ছেড়ে যশোরের উদ্দেশে আসছিল। পথিমধ্যে বাঘারপাড়ার ভাঙ্গুড়া ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসের সামনের দিকে বসে থাকা আখতার হোসেন নামে একজন ঘটনাস্থলে মারা যান।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর আলী ও পুলিশের এসআই নিক্কন অঢ্য খান গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক জাফর আলী খানকে মৃত ঘোষণা করেন। নিক্কন অঢ্যকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়।
সার্জারী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসকরা জানান, নিক্কন অঢ্যর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
নিক্কন অঢ্যর স্বজনরা জানান, তাকে ঢাকায় নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হয়। তখন নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, নিক্কন অঢ্য নড়াইল সদরের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই পদে কর্মরত ছিলেন। একটি মামলায় সাক্ষ্য প্রদান শেষে তিনি মুন্সীগঞ্জ থেকে বাসযোগে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় নিক্কন অঢ্যসহ ৩ জন নিহত হন।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হেফাজতে নেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন