বন্দর নগরী চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়াল। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মোহাম্মদ আব্দুল আউয়াল জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কাজে দক্ষতা ও অভিজ্ঞতার জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
একই প্রজ্ঞাপনে নরসিংদী ও নওগাঁ জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মনিরা হককে নওগাঁর ডিসি করা হয়েছে।
তবে চট্টগ্রাম জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন ডিসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে গিয়ে মোহাম্মদ আব্দুল আউয়াল স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ডিসি পদে রদবদল করছে। এর আগে গত ২৫ আগস্ট পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন