রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে চরাঞ্চলের ২৯০ জন সুফলভোগীর মাঝে প্রাণী ও প্রাণিক খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম হরিনবাডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন উপস্থিত থেকে এসব প্রাণী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের অন্তর্গত রতনদিয়া কালিকাপুর ইউনিয়নের ৬৫ জন সুফলভোগী খামারির মাঝে প্রত্যেকে তিনটি করে ভেড়া প্রদান করা হয়।
এ ছাড়া ৭৫ জনকে ২৫ কেজি করে ভেড়ার খাবার, ১৩০ জন হাঁস পালনকারীকে ৭৬ কেজি ৮০০ গ্রাম করে হাঁসের খাবার এবং ২০ জন মুরগি পালনকারীকে ৭৫ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা রোগমুক্ত, স্বাস্থ্যবান ও সঠিক ওজনের ভেড়া খামারিদের মাঝে প্রাণী বিতরণ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এর পাশাপাশি সুফলভোগী খামারিরাও স্বাস্থ্যবান ভেড়া পেয়ে আনন্দিত হন।
বিতরণকৃত ভেড়াসহ খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করেন মেসার্স তুষার এন্টারপ্রাইজ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন