বরগুনার আমতলীতে প্রাইভেট শিক্ষক ও দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ওই ছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়াজ মোর্শেদ নাদিম আমতলী পৌরসভার প্রাণিসম্পদ অফিস পাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে। তার একটি আট বছরের ছেলে ও চার বছরের মেয়ে রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) আমতলী এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ১৫ বছর বয়সি এক ছাত্রীকে নিয়ে তিনি অজ্ঞাত স্থানে চলে যান। ওই ছাত্রী নাদিমের বাড়িতে আইসিটি বিষয়ে প্রাইভেট পড়তেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামাজিক মান-সম্মানের কারণে তারা এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
অন্যদিকে, নাদিমের স্ত্রী অভিযোগ করেছেন, স্বামীকে ওই ছাত্রীর কাছ থেকে ফেরানোর চেষ্টা করলে তিনি একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হন। নাদিম তাকে তালাক দেওয়ার হুমকিও দেন বলে দাবি করেন তিনি।
ঘটনার পর থেকে নিয়াজ মোর্শেদ নাদিমের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। তার বাবা-মা দাবি করেছেন, নাদিম ঢাকায় চাকরির খোঁজে গেছেন।
এ বিষয়ে আমতলী থানার ইনস্পেক্টর (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন