বিদ্যুৎ বিল বেশি আসায় ক্ষোভ প্রকাশ করে বরগুনার বরগুনা সদর উপজেলায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নারীর নাম সিমা আক্তার। তিনি স্থানীয় সোবাহান মাস্টারের মেয়ে।
এ বিষয়ে বরগুনা থানার ওসি মো. ইয়াকুব হোসেন বলেন, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সিমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সিমা আক্তারের বিরুদ্ধে আগেও চারটি মামলা চলমান রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন