মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মৃত মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২) এবং মৃত ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। পলাতক দু’জন হলেন— এনামুল দর্জি ও সুমন দর্জি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুর্গাপূজা উপলক্ষে গাঁজা বিক্রির জন্য উত্তর ঝিকরহাটির নান্নু দর্জির বাড়িতে মাদক কারবারিরা অবস্থান করছে। এরপর সেখানেই অভিযান চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় ৫০টি প্যাকেটে মোট ২০০ কেজি গাঁজা উদ্ধারসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পলাতক এনামুল দর্জি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন