গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে পুড়ে গেছে ৫টি দোকানসহ ২০০টিরও বেশি পাখি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশেপাশের দোকানের ছড়িয়ে পড়ে। আগুন লাগা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় আগুনে পুড়ে যায় রঙের দোকানসহ ৫টি দোকান। তবে অগ্নিকাণ্ডে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
বাজারের ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পোড়া দোকানগুলোর মধ্যে ছিল একটি পাখির দোকানও ছিল।
পাখি ব্যবসায়ী বরেন্দ্র মণ্ডল জানান, তার দোকানে থাকা-বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর, ঘুঘুসহ প্রায় ২০০ পাখি আগুনে পুড়ে মারা গেছে। এ ছাড়া, দুই লাখ টাকার পাখির খাদ্যও নষ্ট হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন