চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের সময় জিহাদ (১৭) নামে এক কিশোর চালককে নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ সন্দ্বীপ উপজেলার দিদার হোসেনের ছেলে। আটককৃতদের নাম—মো. মহিউদ্দিন (২৩) ও মানিক (২৪)।
জানা যায়, মঙ্গলবার রাতের দিকে পৌরসভার শেখপাড়া এলাকায় ছিনতাইকারীরা রিকশা ভাড়া নেয়। গন্তব্যে পৌঁছানোর পর তারা চালকের ওপর হামলা চালায়। একপর্যায়ে ছুরিকাঘাত করে হত্যা করার পর ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়ে যায়।
সে সীতাকুণ্ড জিনিয়াস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের আর্থিক সমস্যার কারণে গত মার্চ মাসের শেষের দিকে বিশেষ ছাড়ে তাকে স্কুলে ভর্তি করানো হয়। পারিবারিক অসচ্ছলতা কাটাতে পূজার ছুটিতে পরিবারকে কিছুটা সহায়তা করার জন্য রিকশা নিয়ে বের হয়েছিল জিহাদ। পরে ছিনতাইকারীরা তাকে গলা কেটে হত্যা করে।
রাত গভীর হলেও জিহাদ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে মাদামবিবির হাট এলাকায় রিকশা বিক্রির সময় দুজনকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর ৫টার দিকে আসামিদের বসতবাড়ির পাশের একটি বাগান থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘নিহতের শরীরে হত্যার স্পষ্ট আলামত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন