ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালানো হলেও শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় রেলওয়ে পুলিশ।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস ও ৩৩৭ কেজি ফুচকা। মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র কর্ণফুলী ট্রেনের লাগেজ ভ্যানে ভারতীয় মালামাল ঢাকায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশ যৌথভাবে স্টেশনে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি ৩নং প্ল্যাটফর্মে পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় লাগেজ ভ্যান তল্লাশি করে ৯ বস্তায় এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার হয়েছে। মালিক না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। জব্দ তালিকা মূলে মালামাল জব্দ করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন