শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০২:২৮ পিএম

নবজাতককে পানিতে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০২:২৮ পিএম

অভিযুক্ত মা য়িা মন্ডল। ছবি: রূপালী বাংলাদেশ

অভিযুক্ত মা য়িা মন্ডল। ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সি শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া মন্ডল (১৭)।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাওড় এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়া মন্ডল টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মন্ডলের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। আর শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিন বয়সি কন্যাসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি গোপালপুরের পশ্চিমপাড়া থেকে বের হন রিয়া। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্নি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বর্নি বাওড়ে শিশুটিকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন। তখন মাছ ধরতে যাওয়া কয়েকজন রিয়াকে পানির মধ্যে ঝাঁপাঝাঁপি করতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন।

ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আরও জানান, পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে। আর মা রিয়া মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। আর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মা রিয়া মন্ডল কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!