সিলেট আদালতে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রতিবাদে বিশ্বনাথে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের ব্যানারে রোববার (৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের বাসিয়া সেতুর ওপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করার আহ্বান জানান। একইসাথে তারা দেশব্যাপী সাংবাদিক হত্যা, মামলা ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও পত্রিকাটির বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের ওপর ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন সিলেট বারের আইনজীবী অ্যাডভোকেট শামীম আহমদ।
তারই প্রতিবাদে যৌথ মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা সবসময় সত্য, ন্যায়ের পক্ষে থাকেন।মানুষের স্বার্থে কথা বলেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হয় নিয়মিত, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন: দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মূল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বর্তমান আহ্বায়ক মশিউর রহমান।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত তিন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন