কক্সবাজার টেকনাফের হ্নীলায় একজোড়া কানের দুলের জন্য প্রাণ গেল ৪ বছরের শিশু কন্যা আফসির। হত্যাকারীরা আসফির কানের দুল কেড়ে নিয়ে তাকে হত্যা করে পুকুরে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আফসির লাশ দেখতে পেলে পুকুর থেকে উদ্ধার করে।
রোববার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হ্নীলার পূর্ব পানখালীর দিলু মেম্বারের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশুটির মৃতদেহ দেখতে পায়। নিহত আফসি হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হোয়াকিয়া পাড়া এলাকার ইঞ্জিনিয়ার মামুনের মেয়ে।
পরিবার জানায়, শনিবার (০৪ অক্টোবর) দুপুর ১টার দিকে নিখোঁজ হয় আফসি। প্রায় ২২ ঘণ্টা পর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের অভিযোগ, আফসিকে শ্বাসরোধ করে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তাদের দাবি, শিশুটির কানের দুল নেই এবং মুখে প্লাস্টারের দাগ পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা যায়, হত্যাকারীরা কানের দুল বিক্রি করতে গেলে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, ‘বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। ইতোমধ্যে ছয়জনকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন