রূপালী ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বরিশাল অঞ্চলের প্রবীণ ব্যাংকার হাজী মো. মঞ্জুর রহমান মল্লিক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টায় তিনি পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।
তিনি এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫৩ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন মঞ্জুর রহমান মল্লিক। তিনি মৃত আবুল কাশেম মল্লিকের ছেলে। দীর্ঘ কর্মজীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেন এবং ব্যাংকার সমাজে ব্যাপকভাবে সম্মানিত ছিলেন।
পরিবার জানায়, মরহুমের জানাজা আগামীকাল অনুষ্ঠিত হবে এবং পরে তাকে বরিশালে পরিবারের কবরস্থানে দাফন করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন