দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের মূল্য। এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ বুধবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী স্বর্ণের দাম
২২ ক্যারেট: ভরি ২,০৬,৯০৮ টাকা
২১ ক্যারেট: ভরি ১,৯৭,৪৯৫ টাকা
১৮ ক্যারেট: ভরি ১,৬৯,২৯১ টাকা
সনাতন: ভরি ১,৪০,৭৬১ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। ডিজাইন ও মানভেদে মজুরিতে পরিবর্তন হতে পারে।
এর আগে ১৫ নভেম্বর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল ৫,৪৪৭ টাকা। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি মূল্য দাঁড়ায় ২,০৮,২৭২ টাকা, যা কার্যকর হয়েছিল ১৬ নভেম্বর থেকে।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি।
রুপার বর্তমান দাম
২২ ক্যারেট: ভরি ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট: ভরি ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট: ভরি ৩,৪৭৬ টাকা
সনাতন: ভরি ২,৬০১ টাকা
চলতি মাসে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন