আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১২টি দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে সম্প্রতি নতুন নিবন্ধিত দুটি দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সঙ্গেও আলোচনা করবে কমিশন।
তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পাঁচ শরিক সংলাপে ডাক পাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
গণঅভ্যুত্থানের পটভূমিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল ইসিতে লিখিতভাবে দাবি জানিয়েছে, যেসব দল গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে বা ‘অবৈধ কার্যক্রমে’ যুক্ত, তাদের সংলাপে না ডাকতে হবে।
এ নিয়ে ইসি এখনো সিদ্ধান্তে পৌঁছায়নি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, কোন দল সংলাপে ডাক পাবে বা পাবে না এ বিষয়ে জানতে আর কিছুটা অপেক্ষা করতে হবে।’
বর্তমানে ইসির নিবন্ধনে নতুন দুই দলসহ মোট ৫৫টি রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। জাতীয় পার্টি ও ১৪ দলের পাঁচ শরিকসহ মোট ছয়টি দল বাদে ৪৮টি দল ইতোমধ্যে চার দিনের সংলাপের (১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর) আমন্ত্রণ পেয়েছে।
এখনও আমন্ত্রণ না পাওয়া ১৪ দলের শরিক দলগুলো হলো- ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ তরীকত ফেডারেশন। তবে শরিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গত সোমবারের সংলাপে অংশ নিয়েছে।
আজ যাদের সঙ্গে সংলাপ
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা ও বিকেল দুইটা থেকে চারটা পর্যন্ত দুটি পর্বে মোট ১২টি দলের সঙ্গে সংলাপ হবে।
সকালের পর্বে আমন্ত্রিতরা:
- বাংলাদেশ জামায়াতে ইসলামী
- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি)
- ইনসানিয়াত বিপ্লব
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
- গণসংহতি আন্দোলন
- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
বিকেলের পর্বে আমন্ত্রিতরা:
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
- গণঅধিকার পরিষদ (জিওপি)
- নাগরিক ঐক্য
- রিপাবলিকান পার্টি (বিআরপি)
- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
গত ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই সংলাপে নির্বাচনী আচরণবিধি, নির্বাচনকালীন সরকার, কালো টাকার প্রভাব ও ইসির ক্ষমতাপ্রয়োগসহ নানা ইস্যুতে দলগুলো মতামত দিয়েছে।
বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপির আজকের অংশগ্রহণ ও বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন