বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:২২ এএম

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে কূটনৈতিক পত্র পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:২২ এএম

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে কূটনৈতিক পত্র পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দিল্লির উদ্দেশে একটি কূটনৈতিক পত্র পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই পত্রটি ভারতের হাতে পৌঁছাতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। তার ভাষায়, ‘আজ বা আগামীকালই পত্র পাঠানো হতে পারে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রয়োজন হলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমেও ওই পত্র পাঠানো হতে পারে। 

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থি হবে। ভারতকে দ্রুত সময়ের মধ্যে তাঁদের ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতায় অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকার কথা জানিয়েছে দেশটি।

রূপালী বাংলাদেশ

Link copied!