দেশের অন্যতম শীর্ষ জীবনবিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মতিঝিল এরিয়ার উদ্যোগে ৫০ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে। গত রোববার কোম্পানির কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত পুরস্কার বিতরণ, বিমা দাবি পরিশোধ ও মোটিভেশনাল সভায় উক্ত দাবি পরিশোধ করা হয়। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, মতিঝিল এরিয়ার প্রধান এসভিপি মনির আহম্মদ, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। এতে প্রায় ১ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ টাকার দাবি পরিশোধ ও সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন উন্নয়ন কর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। কোম্পানিতে নীতি-নৈতিকতা বজায় থাকলে সবার সম্মান বাড়বে। তিনি আরও বলেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা সবাই রাষ্ট্র ও সমাজের অংশ। মানুষের কল্যাণে ভালো করলে তবেই রাষ্ট্রের উন্নয়ন সাধিত হবে।
সভাপতির বক্তব্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ২০২০ সালে ভয়াবহ করোনাকালে আমরা জীবনের মায়া ত্যাগ করে উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মানুষের ঘরে গিয়ে দাবীকৃত টাকা পৌঁছে দিয়েছি। সে থেকে ন্যাশনাল লাইফের অগ্রগতির যে যাত্রা শুরু হয়েছিল, তা আজো অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সর্বোচ্চ দাবি পরিশোধের জন্য পরপর দুবার বিমা দিবসে আমরা জাতীয় পুরস্কার লাভ করেছি। এ ছাড়া আমরা দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার অর্জন করেছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন