এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মঙ্গলবার রাতের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় লাল-সবুজের দল। ম্যাচের ১৩ মিনিটে শেখ মোরসালিনের গোলেই ১–০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সমতায় ফেরার মতো সুযোগ আর তৈরি করতে পারেনি ভারত।
এই জয়ে এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথমবারের মতো পূর্ণ পয়েন্ট পেল বাংলাদেশ। একই সঙ্গে ২২ বছর পর ভারতের বিপক্ষে ফুটবলে এসেছে প্রতীক্ষিত জয়। ২০০৩ সালে সর্বশেষ ২–১ গোলে জিতেছিল বাংলাদেশ।
ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলকে ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ শেষে তিনি বলেন, দেশের জন্য এ ধরনের সাফল্য বড় অনুপ্রেরণা, তাই খেলোয়াড়দের জন্য এই পুরস্কার।
দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে। আজকের ম্যাচসহ চারবার জিতল বাংলাদেশ। ১৩টি করে ম্যাচ ড্র ও হারের মুখ দেখেছে লাল-সবুজেরা।
হামজা চৌধুরী ও শমিত সোমদের দলে যুক্ত হওয়ার পর বদলে গেছে মাঠের লড়াই। হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই, নেপালের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ শেষ মুহূর্তে ড্র—এসব ফলাফলের পর ভারত জয়টা হয়ে উঠেছে বিশেষ।
এই জয়ে তাই উৎসবের আমেজ পুরো দলজুড়ে। ফুটবলের পুনর্জাগরণের স্বপ্নেও নতুন আলো যোগ করল ভারতের বিপক্ষে এই জয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন