এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ দল।
এ দিন তারকা মিডফিল্ডার শেখ মোরসালিনের দুর্দান্ত গোলে ম্যাচের মাত্র ১১তম মিনিটে ১-০ গোলে এগিয়ে গেল লাল সবুজের দল। তার এই গোলে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক মেতে উঠেছে বাঁধভাঙা উল্লাসে।
এ দিন ম্যাচের প্রথমার্ধে বেশি সময় বাংলাদেশের দখলে ছিল বল। খেলার প্রথমার্ধে ভারত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে মাঝসময়ে সফরকারী ভারত একাধিকবার ডি-বক্সে ঢুকে আতঙ্কের জন্ম দিলেও গোলের দেখা পায়নি।
খেলার শুরুতে বাঁ-পাশ থেকে দ্রুত গতিতে আক্রমণে উঠেন রাকিব হোসেন। তার বাড়ানো নিখুঁত পাস ভারতের গোলরক্ষকের সামনে থেকে ক্ষিপ্রতার সাথে জালে জড়িয়ে দেন মোরসালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল।
এ দিনের একাদশে কোচ কিছুটা চমক দেখিয়েছেন। চোট কাটিয়ে ফিরে এসে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন, তার সাথে আছেন শমিত সোম ও হামজা চৌধুরী। তবে দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়রের জায়গা হয়নি আজকের একাদশে।
এর আগে দুই দেশের ২৭টি স্বীকৃত ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১ বার, বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩ বার, বাকি ১৩ ম্যাচ ড্র হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন