জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে আগায়, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) 'সন্ত্রাসী' কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টরপন্থি ইহুদি নেতা ইতামার বেন-গভির।
ইসরায়েল-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তার বক্তব্যকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সোমবার (১৭ নভেম্বর) গাজা যুদ্ধের ইতি টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের করা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর কয়েক ঘণ্টা আগেই বেন-গভির এ মন্তব্য করেন।
ইসরায়েল এখন নির্বাচনি বছরে প্রবেশ করায় বেন-গভিরসহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোটসঙ্গীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছেন। তাদের দাবি, ইসরায়েল যেন স্পষ্টভাবে জানিয়ে দেয় যেকোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া হবে না; বিশেষত ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা ভবিষ্যতে এমন রাষ্ট্র গঠনের পথ খুলে দিতে পারে, এই আশঙ্কা থেকেই তারা এই চাপ তৈরি করছে।
ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, একাধিক ধাপে গাজা নিয়ন্ত্রণ করবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ও একটি অরাজনৈতিক ফিলিস্তিনি প্রশাসন, যার তদারকি করবে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত ‘বোর্ড অব পিস’। গাজা নিরস্ত্রীকরণ শেষ হলে ও পশ্চিমতীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘বিশ্বাসযোগ্যভাবে’ সংস্কার সম্পন্ন করলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা উল্লেখ আছে। এই সম্ভাবনারই কট্টর ইহুদি নেতা বেন-গভির ও তার দল ওৎজমা ইয়েহুদিত।
সোমবার (১৭ নভেম্বর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নিজ দলের বৈঠকের শুরুতে বেন-গভির বলেন, যারা নিজেদের ‘ফিলিস্তিনি’ বলে, সেই জনগোষ্ঠীর রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। তার ভাষায়, এদের লক্ষ্যই হলো, ইসরায়েলের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে সেই রাষ্ট্র গড়া। তিনি আরও বলেন, যদি ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রের স্বীকৃতি দ্রুত এগোনো হয়, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে হত্যা অর্থাৎ টার্গেট কিলিংয়ের নির্দেশ দেওয়া উচিত। পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাসকে গ্রেপ্তারের আদেশও দিতে হবে। কেৎজিয়ত কারাগারে তার (মাহমুদ আব্বাস) জন্য নির্জন কক্ষ প্রস্তুত আছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন